Thursday 26 March 2015

আমাদের বাঁচতে দিন, বুড়িগঙ্গা দূষণ বন্ধ করুন। বুড়িগঙ্গা পাড়ের শিশুদের আহবান

আমাদের বাঁচতে দিন, বুড়িগঙ্গা দূষণ বন্ধ করুন। বুড়িগঙ্গা পাড়ের শিশুদের আহবান

আজ বুধবার ৭মে ২০১৪ বুড়িগঙ্গা নদীর তীরে বছিলা গ্রামের বছিলা (পুরাতন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক স্কুলের শিশু অঙ্গীকারবদ্ধ হয় তারা নদী দূষণরোধে স্থানীয় এলাকাবাসীদের সচেতন করবে এবং নিজেরা নদী দূষণ থেকে বিরত থাকবে।

 বিগত কয়েক দশক যাবৎ ল্য করা যাচ্ছে যে, সরকারী উদাসীনতা, সিদ্ধান্তহীনতা, দূর্বলতা, দূর্ণীতি ও সমন্বয়হীনতার কারণে আমাদের নদীসমূহ ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, দখল-দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত হয়ে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ঢাকা মহানগরী পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর পরিবেশের অধিকারী জনপদ হিসেবে পরিচিত ছিল। আজ তা বিশ্বের সর্বোচ্চ দূষিত, পূঁতিগন্ধময়, অপরিস্কার, ময়লা অধ্যুষিত, ক্রমাগত পানিশূন্যতার শিকার, হতশ্রী শহরে পরিণত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে মহানগরীর চারপাশের সকল নদীতে ব্যাপক দখল ও দূষণজনিত বিপর্যয়।

বুড়িগঙ্গাসহ ঢাকার আশেপাশের প্রায় সকল নদীগুলো অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে, যেখানে-সেখানে ঘর-বাড়ী, কারখানা, ইটের ভাটা তৈরী হচ্ছে, লংঘিত হচ্ছে জলাশয় সংরণ আইন। বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের ল্েয অভিযান চালানো হলেও অজ্ঞাত কারণে সম্পূর্ণ হয়নি। ২৭৭টি ট্যানারী, যাত্রীবাহী ও ব্যবসায়িক জাহাজ নিঃসৃত জ্বালানী ও ময়লা, সরকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার সকল ময়লা চার-পাঁচটি বৃহৎ ড্রেণ দিয়েই প্রতি সেকেন্ডে প্রায় তিন কিউবিক ঘনমিটার বর্জ্য, বছরে ৮৮ টন ট্যানারী বর্জ্য।

 শিল্প কারখানায় কোন বর্জ্য পরিশোধন ব্যবস্থা না থাকায় মারাতœক বর্জ্য নদীসমূহকে দূষিত করছে।  বুড়িগঙ্গা নদীতে প্রচুর এমোনিয়া, ক্যালসিয়াম কোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, সালফিউরিক এসিড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাংগানিজ, লোহা, তামা, দস্তা, আর্সেনিক, ব্রোমিন, সীসা, নিকেল, স্ট্রংশিয়াম, ক্যাডমিয়াম, রুবিডিয়াম, থ্যালিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও  সীসার মত রাসয়ানিক বর্জ্য প্রতিমূহুর্তেই পড়ছে।  এই দূষণের কারণে পানিতে দ্রবিভূত অক্সিজেনের পরিমান এতই কম যে এগুলোতে কোন জলজ প্রাণী বা মাছ নাই। শিল্পপতিরা বর্জ্য উৎপাদক কারখানাসমূহে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট সংযোজন করছে না। তাদের মুনাফার বদলে জাতি তার সকল নদী জলাশয় হারাতে বসেছে, পানি হচ্ছে ভীষণ ভাবে দূষিত, জনস্বাস্থ্য হুমকীর মুখে। নদীর দুই পাড়ের লক্ষ লক্ষ মানুষের জীবনের ।
    
 ঢাকা ও চারপাশের নান্দনিক সৌন্দর্য, ফসল, মৎস সম্পদ, নৌ-পরিবহন, জনমানুষের জীবন-জীবিকা, আবাসন ও সু-স্বাস্থ্যের জন্য এই  নদীসমূহ রা করতে হবে, কারণ নদী বাঁচানোর দাবী আমাদের জীবন বাঁচানোর সমার্থক। দূষিত করার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় সকল কর্মকান্ড এখনই বন্ধ করতে হবে। আর নদী বিপর্যয়ের চলমান প্রক্রিয়া বন্ধ না হলে ঢাকার পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যয় আরো বৃদ্ধি পাবে, মহানগরী হবে বসবাসের অযোগ্য।

Wednesday 25 March 2015

শংকর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিযান

 
সকলে নিজ দায়িত্বে বাড়ির সামনের অংশ প্রতিদিন পরিস্কার করলে এলাকা সুন্দর থাকবে। এলাকার সবাইকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এলাকার সৌন্দর্য্যহানিও ঘটছে। পরিষ্কার-পরিচ্ছন্ন একটি এলাকা এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে।  আজ সকাল ১০টায় পশ্চিম ধানমন্ডি শংকর বাড়ি মালিক সমিতি আয়োজনে ও ওয়ার্ক ফর এর বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর সহযোগিতায় শংকর এলাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।

কর্মসূচি থেকে বাড়িওয়ালাদের প্রতি আহবান  জানিয়ে বলা হয়, আপনার বাড়ির গেইটের সামনে অংশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখুন, বাড়ির প্রতিদিনের ময়লা-আবর্জনা প্যাকেট করে ময়লার ভ্যানে ফেলুন, বাড়ির জানালা দিয়ে ময়লা ফেলবেন না, ভাড়াটিয়াদের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা থেকে বিরত রাখুন, আপনার সন্তানকে শৈশব থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অভ্যস্ত করুন।

এছাড়া স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানিয়ে বলা হয়, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্কুলের মধ্যে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, রাস্তায় চলাচলের সময় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, অন্যকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখুন এবং দোকানদারদের প্রতি আহবান জানিয়ে বলা হয়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে এলাকার পরিবেশ নষ্ট করবেন না, আপনার দোকানের সামনে একটি ঝুড়ি বা ময়লা ফেলার পাত্র রাখুন, ক্রেতাদের ময়লার পাত্রে ময়লা ফেলতে উৎসাহিত করুন, প্রতিদিনের ময়লা স্থানীয় ময়লার ভ্যানে ফেলুন, রাতে দোকান বন্ধের পূর্বে নিজ দোকানের সামনে ঝাড়– দিয়ে পরিষ্কার করে দোকান বন্ধ করুন, জলাবদ্ধতা থেকে রা পেতে ড্রেন ও সুয়ারেজ লাইনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।

সিটি কর্পোরেশনের প্রতি আহবান জানিয়ে বলা হয়, ডেভেলপার কোম্পানী কতৃক সৃষ্ট আবর্জনা ও দূষণ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুণ, সিটি কর্পোরেশন কর্তৃক নিয়মিতভাবে ভোর হওয়ার পূর্বে ময়লা অপসারন ও ঝাড়–র ব্যবস্থা করা, যত্রতত্র ময়লা-আবর্জনা, ময়লা-আর্বজনা, থুথু, পানের পিক, খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা বন্ধে পুলিশের মাধ্যমে জরিমানা আদায়ের ব্যবস্থা করা।

আয়োজকরা বলেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকারীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে সিটি করপোরেশনকে। আমরা আমাদের শংকর এলাকাকে একটি আদর্শ পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ।

সমাজসেবক মঞ্জুর হাসান দিলুর সভাপতিত্বে কর্মসূচিতে অংশগ্রহন করেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর কো-অর্ডিনেটর আতিক মোরশেদ, অধ্যক্ষ নুরুল ইসলাম, শংকর এলাকার বাড়ির মালিক  মো. মোশাররফ হোসেন দুলাল, এস.এম. এজাজ হোসেন বাচ্চু, মো. হেমায়েত, মো. সফুর খান, মানু খান, হাজি নুরুল হক মন্ডল, মো. ভুট্টো, মো সাহেদ সহ ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, আলী হোসেন গার্লস হাই স্কুল ও ধানমন্ডি কচিকন্ঠ স্কুলের ছাত্র/ছাত্রীবৃন্ধ।

Sunday 22 March 2015

সকলের জন্য পানি নিশ্চিত করতে পানির উৎসসমূহ ভরাট ও দূষণমুক্ত করা জরুরী

পানি সম্পদের পরিকল্পিত ব্যবস্থাপনা ও যথাযথ নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত স্থায়ীত্বশীলতা নিশ্চিতকরণের অন্যতম নিয়ামক। প্রকৃতি, কৃষি, শিল্প, খাদ্য, বিদ্যুাৎ, স্বাস্থ্য, নগরায়ন ও নারীর সমতায়নে পানি অপরিহার্য। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা শহরের অনেক অঞ্চলে ভূগর্ভস্ত পানির স্তর ৭০ মিটার নেমে গেছে। শিল্পকারখানা একদিকে বিপুল পরিমাণ পানি ব্যবহার করছে, অন্যদিকে অপরিশোধিতভাবে শিল্প বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ ঘটাচ্ছে। আজ বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে থেকে প্রেসকাব পর্যন্ত বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন, অরুণোদয়ের তরুণ দল, মাস্তুল ফাউন্ডেশন, বিসিএইচআরডি, সিরাক-বাংলাদেশ, ইয়ূথ কোয়ালিশন ফর কাইমেট জাস্টিস এবং প্রত্যাশার যৌথ উদ্যোগে “পানির অধিকার প্রতিষ্ঠায় পদযাত্রা’ কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, গত দশকে পানির ক্ষেত্রে কিছু অগ্রগতি হওয়ার সত্বেও বিশ্বে ৭৪ কোটি ৮০ লাখ মানুষ বিশুদ্ধ পানি পায় না। ২৪৮ কোটি মানুষ সঠিক পয়ঃনিস্কাশন ব্যবস্থার আওতায় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, বেশির ভাগ পরিস্থিতিতে বেশিরভাগ লোকের দৈনিক চাহিদা মেটানোর জন্য প্রয়োজন ৭ দশমিক ৫ লিটার পানি। মৌলিক চাহিদা ও ব্যক্তিগত স্বাস্থ্য চাহিদা ও বিশুদ্ধ খাদ্য পানীয়ের জন্য প্রতিজনে ২০ লিটারের মতো পানি প্রয়োজন হতে পারে।

বক্তারা আরো বলেন, পানি আমাদের অধিকার। সকলের জন্য পানি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পানি সঙ্কট মোকাবিলা ও পানির যোগান নিশ্চিত করতে সকল প্রকার পানির উৎস নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয়ের দূষণ প্রতিরোধ ও ভরাট বন্ধের উদ্যোগ গ্রহণ প্রয়োজন। ভরাট ও দূষণের কারণে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করা যাচ্ছে না। নির্ভরতা বেড়েছে ভূ-গর্ভস্থ পানির উপর। বর্তমানে দেশের ৯৮ ভাগ খাবার ও শুকনো মৌসুমে সেচ কাজে ৮০ ভাগ পানি ভূ-গর্ভস্থ থেকে সরবরাহ করা হয়। অনিয়ন্ত্রিত ভূ-গর্ভস্থ পানি উত্তোলন প্রকৃতি দূর্যোগ বয়ে আনবে। পানির উৎসসমূহ সংরক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে সেগুলির যথাযথ ব্যবহারই ভূ-গর্ভস্থ পানি ব্যবহার হ্রাস করতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পানি প্রাপ্যতা নিশ্চিত করতে এর উৎসগুলো ভরাট ও দূষণমুক্ত করে সংরক্ষণ করা অত্যান্ত জরুরী।

বক্তারা পদযাত্রা থেকে ভু-গর্ভস্থ পানির ব্যবহার হ্রাস এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির ল্েয প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন করা, পানির উৎস হিসেবে নদ-নদী, খাল-বিল ও জলাশয় রা আইন বাস্তবায়ন করা, শিল্প-কারখানার, পয়ঃবর্জ্য এবং গৃহস্থালী বর্জ্য নদী বা জলাশয়ে ফেলা বন্ধ করা, নদী, খাল, বিলসহ যে কোন ধরনের জলাশয়কে পেছনে দিয়ে স্থাপনা বা পরিকল্পনা নিষিদ্ধের ল্েয প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, পুকুর, দীঘি, খাল-বিল-নদীসহ যে কোন জলাশয় ভরাট বন্ধে কার্যকর পদপে গ্রহণ, বৃষ্টির পানি সংরণ ও ব্যবহারে ব্যবস্থা করতে হবে, শহর ও নগর এলাকায় নতুন করে পুকুর, জলাধার তৈরি করার সুপারিশ করেন।।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্থপতি ইকবার হাবিব এর সভাপতিত্বে ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান এর সঞ্চালনায় পদযাত্রা কর্মসুচির সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর পরিচালক ইবনুল সাঈদ রানা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র নির্বাহী সদস্য মহিদুল হক খান, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, উবিনীক এর গবেষণা উপদেষ্ঠা ড. সোবহান, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র ন্যাশনাল এডভোকেনি অফিসার সৈয়দা অনন্যা রহমান, মাস্তুল ফাউন্ডেশন এর সদস্য তানভির আল মামুন, বিসিএইচআরডি’র নির্বাহী পরিচালক মাহাবুবুল হক প্রমূখ।

Saturday 21 March 2015

জলাধার ও বৃষ্টির পানি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ জরুরি

জলাধার ও ভ’গর্ভস্থ পানি এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলো দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে না বরং পানি উত্তোলন ও ব্যবহারেই সংস্থাগুলোর অধিক মনোযোগ। ফলে পানি সম্পদ আজ হুমকির সম্মুখীন। এ অবস্থা চলতে থাকলে আগামী দিনগুলোতে এই বিশাল জনগোষ্ঠীর সুপেয় পানি চাহিদা মেটাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। অবিলম্বে পানি সম্পদের উৎসগুলো সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আজ ২১ মার্চ ২০১৫ সকাল ১১টায় পবা কার্যালয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে ‘পানি সম্পদ সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

পবার নির্বাহী সদস্য প্রকৌশলী তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সম্পাদক ও ঢাকা সিটি কলেজের প্রফেসর ড. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহান, পবার সম্পাদক মনজুর হাসান দিলু, পবার সহ-সম্পাদক স্থপতি শাহীন আজিজ, পীসের মহাসচিব ইফমা হোসাইন,মডার্ণ কাবের সভাপতি আবুল হাসনাত, আইইডির সমন্বয়কারী তারিক হাসান মিঠুল প্রমুখ।

ড. মশিউর রহমান তার মূল প্রবন্ধে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা বিভাগে কৃষিকাজের জন্য গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে অতি মাত্রায় পানি অহরণ করা হচ্ছে। সেখানে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার কারণে শুকনো মৌসুমে নদীর প্রবাহ দ্রুত শুকিয়ে যায়। পুকুর, জলাশয় এবং হস্তচালিত নলকূপ  থেকে সাধারণ মানুষ তার প্রয়োজনিয় পানি তখন আর সংগ্রহ করতে পারে না। সেখানকার মানুষের জীবন যাপনে সৃষ্ট এই সঙ্কট নিরসনকল্পে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ ও এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা না হলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতের  বিষয়টি অধরাই থেকে যাবে।

প্রকৌশলী মো: আবদুস সোবহান তার বক্তব্যে বলেন, ২০১০ সালে বিশ্বে যে ১৫টি দেশ সবচেয়ে বেশী ভ’গর্ভস্থ পানি উত্তোলন করে তাদের মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান , ইরান এর পরই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশে ২০১০ সালে ৩০.২১কিউবিক কিলোমিটার ভ’গর্ভস্থ পানি উত্তোলন  করা হয়। এর মধ্যে ৮৬% সেচ কাজে, ১৩% গৃহস্থালী এবং ১% শিল্পে ব্যবহৃত হয় (ঘধঃরড়হধষ এৎড়ঁহফ ডধঃবৎ অংংড়পরধঃরড়হ, টঝঅ, ৯/২০১৩)। বিএডিসির তথ্যানুযায়ী ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে অগভীর নলক’পের সাহায্যে সেচের পরিমাণ ১৪,৪৪১ বর্গ কিলোমিটার থেকে কমে ১৩,৬৯১ বর্গ কিলোমিটারে দাড়িয়েছে। মার্চ এবং এপ্রিল মাসে ১৬ লাখ অগভীর নলক’পের মধ্যে ৪ লাখ অকেজো হয়ে পড়ে।

দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বিগত ৩০ বছর (১৯৮১-২০১০) ধরে বার্ষিক গড় ১.৪% হারে ভ’গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ভ’গর্ভস্থ পানির স্তর সবচেয়ে বেশী নেমেছে রাজশাহীতে। প্রতি ইউনিট এলাকায় নলক’পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতিটি নলক’পের আওতাধীন এলাকা ১৯৮৪-৮৫ হতে ২০১০-১১ অত্যন্ত কমে ১৪.৫ থেকে ২.৮ হেক্টরে দাড়িয়েছে। গড়ে নদীর পানির স্তর ১৯৮১ হতে ২০১০ এর মধ্যে ২০ মিটার থেকে কমে ১৯ মিটারে দাড়িয়েছে। এই হ্রাস প্রবণতা ভ’গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সাথে ইতিবাচকভাবে সম্পর্কযুক্ত। ১৯৮৯ - ২০১০ সালের মধ্যে শুষ্ক মৌসুমের মোট জলাভ’মির প্রায় তিন ভাগের এক ভাগ হারিয়ে গেছে। এসব সূচক থেকে ধারণা করা যায় যে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে ভ’গর্ভস্থ পানির ব্যবহার টেকসই/দীর্ঘস্থায়ী নয়।

নীতি বিশ্লেষক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, সিটি কর্পোরেশন, ওয়াসা পানি ব্যবহার ও দুষণ করছে। কিন্তু পানি সম্পদ সংরক্ষণ বা পানি রিচার্জ করার জন্য পদক্ষেপ গ্রহণে সংস্থাগুলো দায়িত্বশীল নয়। অপরদিকে রাজউকের কারণে এ নগরে পানি রিচার্জের অন্যতম অধার উম্মুক্ত স্থান ও জলাধারগুলো ধ্বংশ হচ্ছে। যা পানি সংকটকে ত্বরান্বিত করবে। পানি সম্পদ সংরক্ষনের সাথে ৪০টির বেশি সংস্থা এবং প্রায় ২০টি বেশি আইন রয়েছে। তথাপিও রাষ্ট্রীয় সংস্থাগুলোর পানি সম্পদ সংরক্ষনে এ ধরনের উদাসীনতা বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ ১৮ক এর পরিপন্থি।

আলোচনা সভা থেকে নিন্মোক্ত সুপারিশ করা হয় :
ক্স    নদী, খাল-বিল, হাওর-বাওড়, লেক, দিঘী-পুকুর, নি¤œাঞ্চল, জলাভ’মি দখল, ভরাট ও দূষণ বন্ধে বিদ্যমান আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহন করা।
ক্স    ভবিষ্যত প্রজন্মের প্রাপ্য ন্যায্য স¤পদ নিশ্চিত করার ল্েয আমাদের আরো অধিকতর টেকসই জীবনযাত্রার প্রতি গুরুত্ব আরোপ করা।
ক্স    ভ’গর্ভস্থ পানির রিচার্জ এবং  ভ’পৃষ্ঠস্থ ও ভ’গর্ভস্থ পানির প্যাটার্ন ও ব্যাপ্তি অনুসরণের জন্য উপযুক্ত মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।
ক্স    বিভিন্ন আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে পানির স্তর রিচার্জের লক্ষে একটি জাতীয় প্রোগ্রাম/কৌশল গ্রহণ করা ।
ক্স    পানির স্তর রিচার্জ, নিষ্কাশন, মাটির আদ্রতা পরিবর্তন ও পানি সঞ্চয়ের বিষয় বিবেচনায় নিয়ে পানি বাজেট প্রস্তুত করা ।
ক্স    টেকসই পানি ব্যবস্থাপনা পদ্ধতি যেমন আšতর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও আর ডি এ মিলিতভাবে  উদ্ভাবিত সেচের পানি সাশ্রয়ী পদ্ধতি অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইয়িং-এর উপর সচেতনতা এবং এডভোকেসি প্রচারণা জোরদার করা।
ক্স    বোরো ধানের পরিবর্তে উচ্চ মূল্যের ফসল উৎপাদনে জোর দেয়া উচিত।  কম পানি প্রয়োজন ও ব্যয় সাশ্রয়ী ফসল আলু, ডাল, গম চাষে অগ্রাধিকার দেয়া ।
ক্স    বুড়িগঙ্গা নদীকে গতিশীল রাখার জন্য এর সাথে ধলেশ্বরী-কালিগঙ্গা নদীর সংযোগ পুনপ্রতিষ্ঠা করতে হবে।
ক্স    শুকনো ঋতুতে মজা নদীর খাতে ফসল চাষের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে।
ক্স    পরিকল্পিত ভাবে শাখা নদী গুলোর খাত খননের কার্যক্রম গ্রহন করতে হবে।
ক্স    ছোট বা বড় নদীর স্বাভাবিক প্রবাহে বিঘœ সৃষ্টি হয় এমন কার্যক্রম গ্রহন করা থেকে বিরত থাকতে হবে।
ক্স    প্লাবন ভূমিতে গভীর নল স্থাপন করে ভূগর্ভস্থ পানির আধারস্তরে বৃষ্টি ও বর্ষার পানি সঞ্চালনের ব্যবস্থা করতে হবে।
ক্স    ঢাকা মহানগরীসহ সকল শহরে ভবন নির্মাণের েেত্র আনুপাতিক হারে উন্মুক্ত মাটির আঙ্গিনা রাখার বাধ্যতামুলক ভবন নির্মাণ বিধি সন্নিবেশিত করা প্রয়োজন যেন বৃষ্টির পানি মাটির অভ্যন্তরে প্রবেশ করতে পারে।
ক্স    নগরের ভবন নির্মাণের বিধিমালায় বৃষ্টির পানি সংরক্ষন এবং তা আবাসিক প্রয়োজনে ব্যবহার করা যায় এমন অবকাঠামো ভবনের নক্সায় বাধ্যতামুলক ভাবে অন্তর্ভুক্ত রাখতে ও তা বাস্তবায়ন করতে হবে।
ক্স    মধুপুর চত্বর অঞ্চলের নদী যেমন বংশী, বানার, কাওরাইদ, সুতি, খিরু, বালু, শীতলক্ষ্যা, তুরাগ প্রভৃতির অংশ বিশেষে পরিকল্পিত ভাবে রাবার ড্যাম স্থাপনের মাধ্যমে স্থানিয় বৃষ্টিপাতের পানি সংরক্ষণ এবং সেই পানি ভূগর্ভস্থ পানির আধারস্তরে (ডুপিটিলা) প্রবিষ্ট করার ব্যবস্থা করা প্রয়োজন।
ক্স    ঢাকা মহানগর এবং অন্যান্য শহরের সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ খেলার মাঠ, উদ্যান ও বিভিন্ন উন্মুক্ত স্থানে নল বা কূপ স্থাপন করে বৃষ্টির পানি ভূগর্ভস্থ ডুপিটিলা স্তরে সঞ্চালনের ব্যবস্থা অতি জরুরি ভিত্তিতে গ্রহণ করা প্রয়োজন।

Saturday 14 March 2015

আপনার এলাকায় রাত ১০টার পর উচ্চ শব্দে গান বাজলে আপনি যা করবেন।

রাত ১২:০০। পুরো এলাকা কেপে উঠল।
বিকট শব্দে। এক দল লোক দৌড়াচ্ছে। আতশবাজির আকাশে আলোর ঝলকানি। ঘটনা কি?

উচ্চ শব্দে বেজে উঠল গান “ আজকের দিনটা... ..আজ জন্মদিন তোমার”

আজ আমাদের এলাকার এক মেয়ে জন্মদিন  । তার হবু বর চমক দিতে এই আয়োজন।
পুরো এলাকাবাসী মিনিট ২০শের এই ব্যাপক আয়োজন  উপভোগ করল ।

পরের দিন পাড়া কত মেয়ের মনে যে একরকম বর পাবার স্বাদ জাগল কে জানে।

তিনদিন পর মেয়ের গায়ে হলুদ ।  সূর্য ডুবার পর থেকে উৎসব। ছেলে পক্ষের লোকজন আসে মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে। পুরো এলাকা কাপিয়ে দিল মোটর সাইকেলের হণের শব্দে।


তারপর ভোর রাত পযন্ত চলছে সঙ্গীত অনুষ্ঠান। বাইরে থেকে শিল্পী আনা হয়েছে।
কিন্তু শব্দ ছাড়া আর কিছু উপভোগ করার ভাগ্য আমাদের নেই।

তার পরে দিন মেয়ের বাড়ি লোকজন ছেলের বাড়িতে গেল  বিশাল বহর নিয়ে। রাতে আবারও শতাধিক মোটর সাইকেল হর্ণ দিয়ে মেয়েদের বাড়ি পযন্ত দিয়ে গেল। আনন্দ আর আনন্দ। পুরো এলাকা বিয়ে বিযে উৎসব আলোর ঝলকানি।

না আমরা দাওয়াত পাইনি।

শুক্রবার মেয়ে বিয়ে তাই দিন কয়েক রাত জেগে উৎসব চলছে ঐ বাড়িতে। সাথে পুরো এলাকাবাসী  বিনামূল্যে গান উপভোগ করছেন।

বিনামূল্যের গানের এই উৎসব ব্যাপক বিরক্ত হয়ে গেল। রাত জাগাটা আমাদের জন্য ভয়াবহ যন্ত্রণার।

গান বন্ধ বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই।

কিন্তু হতাশা হলে কি চলে ???

আমি শব্দ দূষণ বিধিমালা ২০০৬ পড়লাম। সেখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। রাত ১০টার পর উচ্চ শব্দে গান বাজানো নিষেধ। তাছাড়া অনুমতি নেওয়াা বাধ্যতামূলক।  তবে অনুমতি কোন ভাবেই ৫ ঘন্টার বেশি হতে পারবে না।

বিধিমালাটি প্রিন্ট করে থানায় দিয়ে আসলাম। পাশাপাশি অনুরোধ করলাম। রাত ১২টা পযন্ত যেন তাদের গান বাজানোর সুযোগ দেওয়া হয়।  তবে মটর সাইকেলের ইতরামি যেন বন্ধ হয়।

বাসায় এসে আমি ৮টায় পুলিশকে অনুরোধ করলাম। তারা যেন জানিয়ে দেয় রাত ১২টার পর উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করে দিয়ে আসে। টহল পুলিশের গাড়িটি এসে সর্তক করে দিয়ে যায়।

১২টায় আমি পুলিশকে ফোন দিলাম। ধন্যবাদ জানাতে। আজ  আর কোন পটকার বিকট শব্দ নেই। গানের উচ্চ শব্দ নেই।

তারপর থেকে যতদিন ১২টার পর উচ্চ শব্দে গান বাজে আমি দুইবার ফোন দেই। একবার পুলিশকে অনুরোধ করি।  ২য় বার ফোন দেই ধন্যবাদ দেওয়ার জন্য।

 আপনারএলাকায় রাত বিরাতে  “ শীলা, শীলা কি....... গান কিংবা বুকটা ফাইটা যায় অথবা যেকোন উচ্চ শব্দ শুধু অভিযোগ দিন ফোনে। বাকি কাজ পুলিশের ।

Monday 2 March 2015

তাহলে ভাইয়ের নামে একটা ধর্ম খুলেন। চরম মৌলবাদ রূপে নিজেদের প্রকাশ করেন। আর পারলে প্রতিদিন ভাইরে ধুইয়া ধুইয়া পানি খাবেন।

এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম গত দু’দিনের দেশের অবস্থা নিয়ে। তিনি আমার মত মধ্যবিত্তের মানুষজনরে মহা ধোলাই দিলেন। রক্ত দেখলেই পালিয়ে যাওয়া এই মধ্যবিত্ত শ্রেনীর তলে/উপরের দৃশ্যমান/অদৃশ্যমান সকল অংশের বর্ণনাসহ গালি দিলেন। তিনি প্রতি বাক্যকেই লাল-নীল মেলা বইয়ে তথ্যসূত্র দিতে থাকলেন। এত কঠিন তার যুক্তি ছিল যে আমার মত মেধাহীন মানুষের বুঝবে কোন ভাবেই সম্ভব না। অসীম জ্ঞানের অধিকারী হওয়ায় তিনি কোন ভাবেই আমার কথার নিজের কোন ব্যাখ্যা দিতে পারছিলেন না।

শুধু বড় বড় ব্যক্তি আর বিভিন্ন রংয়ের বইয়ের তথ্য উপাত্ত দিলেন। কোনভাবেই কথা বলার সুযোগ না দিয়ে মধ্যবিত্তের বিপ্লবের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন। এত ভক্তদ্বারা ভাই বেষ্টিত, যে তার সাথে কিছু বলার আগে তার চারপাশের ভক্তরা কামড় দিতে চায়। চলে আসা ছাড়া বিকল্প কিছু ছিল না। 

তয় বড় ভাইয়ের জন্য আমার কয়েকটা বাক্য ব্যয় করলাম।
১. আমার কাছে মানবতা দেশ, আইন, ধর্ম ,তর্ক, বিজয়ে থেকে বেশি কিছু। কারণ আমি জানি এবং বিশ্বাস করি মানবতার স্বার্থে এই সবকিছুর পয়দা হইছে।

২. মানবতার প্রতি শ্রদ্ধাশীল বলেই মানবতা বিরোধী অপরাধীদের আমরা বিচার চাইছি। বলা হয়নি যে তাদের বিচারবহির্ভূত মৃত্যুদন্ড দেওয়া হোক।

৩. যারা মানবতাবিরোধী কাজ করেছে তাদের সাথেও মানবতাবিরোধী পদক্ষেপ নেওয়া যাবে না। তাহলে আমরা সমান অপরাধী।

৪.এইবার আসি আপনার মধ্যবিত্তের বিষয়ে বিশেষ চুলকানি নিয়া। শুনেন ভাই মধ্যবিত্তের শ্রেনীকরণ কইরা যে মানুষগুলারে সারা সন্ধ্যা গালাগালি কইরা বিদ্যা জাহির করলেন । সেই মধ্যবিত্ত না খাড়াইলে আপনার কোন বিপ্লবই খাড়া হয় না।

এই শ্রেনীর মানুষগুলারে খাড়া না কইরা কিংবা জ্ঞানের বা...ল ফালানো ঝিলিক দেখানোর কারণে আর্দশগত দিক দিয়া দিন দিন বিলুপ্ত সম্প্রদায়ের দিকে যাচ্ছেন।

৫. ভক্তগুলারে অন্ধ কইরা পয়দা কইরে না। নিজের যুক্তি সব ভক্তদের মাঝে চাপাই দিয়া বিপ্লব বিপ্লব স্বপ্ন দেখলে বিপ্লব হইব না। স্বপ্ন দোষ হইব। চারজন আর পাঁচ ভক্ত ঘিরে থাকব আর আপনি বিপ্লব,বিপ্লব কইরা জাবর কাটবেন।

৬. ভক্তগুলারে বলেন একটু সহ্য ক্ষমতা বাড়াইতে। আম জনতার প্রশ্ন ‍উপলব্ধি করা ক্ষমতা নিজের মধ্যে পয়দা করতে হইব। বই দিয়া জ্ঞান হয় সত্য, কিন্তু ভাইয়ের জ্ঞান আছে আর সেই জ্ঞানের ক্ষমতা দিয়া শিষ্য পার হইয়া যাইব, রোবট পয়দা কইরে না। তাহলে দেখবেন তাহারা অতিসত্ত্বর আপানে ভুলে আবারও কোন জ্ঞানপাপীকে অনুসরণ করা শুরু করবে।

সর্বশেষে আপনার শিষ্য কিংবা ভক্তদের জন্য বলি,
ভাইয়ের কথাই ঠিক। ভাইয়ের যুক্তির পাল্টা কোন যুক্তি উপস্থাপন করা যাবে না। ভাইয়ের যুক্তি বিপক্ষে কিছু কইলে মাইর দেওয়াই যদি আপনাদের অর্জিত জ্ঞান হইয়া থাকে। তাহলে ভাইয়ের নামে একটা ধর্ম খুলেন। চরম মৌলবাদ রূপে নিজেদের প্রকাশ করেন। আর পারলে প্রতিদিন ভাইরে ধুইয়া ধুইয়া পানি খাবেন।

দেশটা ক্রমেই জবাইখানা হয়ে যায়।

একদল লোক ভ্রান্ত আর্দশ প্রতিষ্ঠায় মানুষ কোপায়। আর একদল লোক শ্লোগানে শ্লোগানে আকাশ কাঁপায় একটা একটা .... ধর, ধইরা ধইরা জবাই কর।
দেশটা ক্রমেই জবাইখানা হয়ে যাচ্ছে। কেমন আর্দশের চর্চ্চা হচ্ছে দেশে, শুধু জবাইয়ে সমাধান খুঁজে সবাই।

দেশপ্রেমিকগুলোর দেশপ্রেমের বিশুদ্ধতা কামনা করছি।

আমি দেশকে ভালবাসি। দেশের প্রতি টান অনুভব করি। কিন্তু তার অর্থ আমার কাছে এই নয়। আমার রাষ্ট্রের শক্তি দিয়ে অন্য রাষ্ট্রের জনগণের অধিকার ছিনিয়ে নিতে সহযোগিতা করা।বাংলাদেশ রাষ্ট্রের কর্মকান্ড যদি কোন রাষ্ট্রে আগ্রাসন চালায়। তার সমর্থন দেওয়া মত দেশপ্রেম আমার মধ্যে নাই। তবে অপকর্মে সমর্থক দেশপ্রেমিকগুলোর দেশপ্রেমের বিশুদ্ধতা কামনা করছি।