ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন
মাননীয় মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা, বাংলাদেশ।
জনাব
শুভেচ্ছা নিবেন।
অপরিকল্পতি উন্নয়নে ফলে ঢাকা এখন পুকুর
শূণ্য।
জলাশয়
সংরক্ষণে আইন থাকার পর পর্যাপ্ত সংরক্ষণ অভাবে যে কিছু পুকুর আছে তা বিলিন হবার পথে। এই পুকুরগুলো যথাযথ সংরক্ষণ
করা গেলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি স্থানীয় মানুষের
পানির চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। এই পুকুরগুলো ঘিরে স্থানীয়
মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে। ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকায়
অবস্থিত পিডাব্লিউডি পুকুরটি পর্যাপ্ত সংস্কার ও অব্যবস্থাপনার কারণে বিলিন হবার পথে। দীর্ঘদিন সংরক্ষণ অভাবে পুকুরটি
দখলের প্রচেষ্টা চলছে।
জনস্বার্থে এই পুকুরটি রক্ষার জন্য
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করছি।
ধন্যবাদসহ

সৈয়দ সাইফুল আলম
০১৫৫২৪৪২৮১৪, shovan1209@yahoo.com
অনুলিপি:
১. মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকার
২. খান মোহাম্মদ বিলালপ্রধান নিবার্হী, দক্ষিণ সিটি করপোরেশন
৩. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন
(বাপা)
৪. আবু নাসের খান, চেয়ারম্যান, পরিবেশ বাঁচাও আন্দোল (পবা)
No comments:
Post a Comment