Wednesday 2 March 2016

পুনঃনিবন্ধনে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় প্রসঙ্গে।

বরাবর
বেগম তারানা হালিম
প্রতিমন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা।

বিষয় : পুনঃনিবন্ধনে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় প্রসঙ্গে।

জনাব
শুভেচ্ছা নিবেন। টেলিকম শিল্পের উন্নয়ন ও জবাবদিহিতার লক্ষ্যে আপনাদের পরিচালিত কার্যক্রমকে স্বাগত জানাই।
দেশে বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপে সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধন চালু হওয়ার পর মোবাইল অপারেটরগুলো তা বিনামূল্যে ঘোষণা দেওয়ার পরও বিভিন্ন স্থানে পুনঃনিবন্ধনে টাকা নিচ্ছে। যা গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপে সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধনের আগ্রহের ব্যাঘাত ঘটাবে। গত কয়েকদিন আমি রায়েরবাজার এলাকায় বাংলালিংক কর্তৃপক্ষের ভ্রামমান নিবন্ধনের নিয়োজিত লোকরা বাধ্যতামূলক টাকা নিয়েছে। টাকা ছাড়া নিবন্ধন হবে না এই মর্মে ঘোষণা ও দিচ্ছে। শুধু রায়ের বাজারই নয় দেশের বিভিন্ন স্থানে একই অবস্থা বিরাজমান।

সুতরাং কোম্পানীগুলোর এই অনৈতিক কার্যক্রম রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহন করুন। পাশাপাশি বিনামূল্যে নিবন্ধন চালু এবং যে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে তা ফেরত প্রদানে কোম্পানীগুলোকে বাধ্য করার পদক্ষেপ গ্রহন করা আবেদন করছি।

ধন্যবাদসহ

সৈয়দ সাইফুল আলম
০১৫৫২৪৪২৮১৪


অনুলিপি
১. সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
২.চেয়ারম্যান, বিটিআরসি

No comments:

Post a Comment