Thursday, 10 March 2016

জীবনানন্দ দাসের বাড়ি সামনে থেকে ডাস্টবিনটি অপসারণ প্রসঙ্গে।

বরাবর
মেয়র
বরিশাল সিটি করপোরেশন
বরিশাল।

বিষয়: জীবনানন্দ দাসের বাড়ি সামনে থেকে ডাস্টবিনটি অপসারণ প্রসঙ্গে।

জনাব
শুভেচ্ছা নিবেন। বরিশালের রূপ দেখে আমরা ভ্রমণ পিপাসুরা এক বাক্যে বলি “ এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর”। শুধু স্থানীয় ভ্রমণকারী নয়। বিদেশি ভ্রমণকারীদের কাছে বরিশাল এখন অন্যতম আকর্ষণীয় স্থান। ভ্রমণকারীরা বরিশালের সাথে জীবনানন্দ দাসের  অন্যরকম যোগসূত্র খোঁজে পায়। তাই বরিশালের রূপে মুগ্ধ ভ্রমণকারীরা একবারের জন্য হলেও জীবনাননন্দ দাসের বাড়িতে বেড়াতে যায়। দিন কয়েক আগে আমিও গিয়েছিলাম কয়েকজন ভ্রমণকারীদের সাথে জীবনানন্দ দাসের বাড়ি দেখতে। কিন্তু তার বাড়ির প্রবেশপথে ডাস্টবিনটি দেখে আমরা হতাশ হয়েছি।


আমি বিশ্বাস করি আপনার মত একজন দায়িত্বশীল মেয়র এর নিকট এই বিষয়টি দৃষ্টিগোচর হলে। জীবনানন্দ দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে নিশ্চয় অতিসত্ত্বর অপসারনের ব্যবস্থা নিবেন। একজন ভ্রমণকারী হিসেবে আমি আপনাকে ধন্যবাদ জানাই দেশের অন্যতম পরিচ্ছন্ন ও নিরাপদ শহরের নগরপিতা হিসেবে সফল দায়িত্ব পালনের জন্য। আমি আপনার ও  আপনার সিটি করপোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুস্বাস্থ্য কামানা করি।

ধন্যবাদসহ
সৈয়দ সাইফুল আলম শোভন
৫৮/১ কলাবাগান, সড়ক : ১লেন
ধানমন্ডি, ঢাকা